Home / খেলা / এখনও করোনামুক্ত হননি মাশরাফি

এখনও করোনামুক্ত হননি মাশরাফি

বাংলাদেশের অন্যতম সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এখনও করোনামুক্ত হতে পারেননি। তবে তার শারীরিক অবস্থা আগের তুলনায় এখন যথেষ্ট ভালো আছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা চলছে তার।

জুন মাসের ২০ তারিখ করোনা ভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। গত ৫ জুলাই দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও পজিটিভ ফল আসে তার। আজ রবিবার (১২ জুলাই) পুনরায় করোনা টেস্ট করাবেন মাশরাফি। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তৃতীয় টেস্টের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনামুক্ত কি না।

এদিকে নিজেকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন মাশরাফি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

Check Also

এই জন্যই আমাদের দেশে জ্ঞানীরা জন্মায় না- রুবেল

করোনা ভাইরাসে ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনার। নতুন করোনাভাইরাস (কভিড-১৯) রোগের টিকা (ভ্যাকসিন) উদ্ভাবনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *